রাতের পৃথিবীটা যেমন অপেক্ষমান থাকে,
সূর্যের আলোয় নিজেকে প্রকাশিত করার জন্য।
ভাটার পরে নদী যেমন অপেক্ষমান থাকে,
জোয়ারে পানি স্রোত বুকে বয়ে বেড়ানোর জন্য।
চাতক পাখি যেমন অপেক্ষমান থাকে,
বুকের ছাতি বাঁচাতে বৃষ্টিরর পানির জন্য।
পেঁচা যেমন অপেক্ষমান থাকে,
দিনের শেষে অন্ধকার রাতের জন্য।
কোকিল যেমন অপেক্ষমান থাকে, ঋতুরাজ বসন্তেরর জন্য।
অবোঝ শিশুরা যেমন অপেক্ষমান থাকে,
মায়ের অকৃত্রিম কোলে যাওয়ার জন্য।
আমিও ঠিক তেমনই অপেক্ষমান থাকি,
শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য।