একদিন প্রশ্ন করি পাহাড়কে,
হে পাহাড় তোমার প্রতীক কী?
প্রশ্নোত্তরে বলল পাহাড়,
ঝরণা আমার প্রতীক জাননা তাও কী!
একদিন প্রশ্ন করি চাঁদ কে,
হে চাঁদ তোমার প্রতীক কী?
প্রশ্নোত্তরে বলল চাঁদ জান না!
আমার প্রতীক জ্যোৎস্না।
একদিন প্রশ্ন করি সূর্য কে,
হে সূর্য তোমার প্রতীক কী?
প্রশ্নোত্তরে বলল সূর্য-
আলো আমার প্রতীক তাও জান নি!
একদিন প্রশ্ন করি মানুষকে,
হে মানুষ তোমার প্রতীক কী?
প্রশ্নোত্তরে বলল মানুষ-
মানবতা আমার প্রতীক ছিল,
এখন তা বিলুপ্তির পথে দেখি।
কথা শুনে ব্যথা পাই মনে,
মানুষের প্রতীক মানবতা বুঝি নাই!
মানুষের আর চলবে না দেখছি-
মিছে শ্রেষ্ঠত্বের বড়াই।