স্বাধীনতা মানে,
বটের ছায়ায় বসে রাখালিয়া বাঁশির সুর,
শিশুর অকৃত্রিম কণ্ঠে মা'গো ডাক সুমধুর।
স্বাধীনতা মানে,
সন্ধ্যার আকাশে উড়ন্ত বকের শুভ্র ডানা,
রফিক,বরকত,সালামের রক্ত বীজের ফসল খানা।
স্বাধীনতা মানে,
নির্ভয়ে সত্য বলার এক স্থায়ী আয়োজন,
নিশ্চিন্তে পথ চলার এক অধিকার স্থাপন।
স্বাধীনতা মানে,
সাংবাদিকের অবাধ কলম খানা,
জাতির অধিকার বঞ্চিত না হবার চেতনা।
স্বাধীনতা মানে,
শেখ মুজিবের প্রাণপ্রিয় স্বপ্নের নির্যাস ,
মাওলানা ভাসানির বুকে লালিত পরিকল্পনার প্রকাশ।
স্বাধীনতা মানে,
লাখো মায়ের কান্না জড়িত দোয়ার ফল,
লাখো বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া সম্বল।