এই বাংলায় স্বাধীনতা আমি
ভাসছি আজ চোখের জলে,
হে বাঙ্গালি জাতি বাঁচাও আমায়
তোমাদের প্রতি যাই বলে।


লাখো শহিদের রক্তের বিনিময়ে
লাখো নারী ইজ্জত হারালো বলে,
হে বাঙ্গালি জাতি তাইতো আজ
তোমরা আমায় মুঠোয় পেলে।


লাখো মা'কে দিতে হয়েছে
না জানি অশ্রু বিসর্জন কত!
লাখো পিতার আত্ম চিৎকারে
বাংলার মাটি হয়েছিল প্রকম্পিত।


এতো কিছুর বিনিময়ে এই বাংলায়
আমি এসেছি স্বাধীনতা,
তবু আমি রক্ষা পাইনি কেন?
এ-তোমাদের চরম ব্যর্থতা।