মাথার ঘাম পায়ে ফেলে
আমাদেরকে নিয়ে যায় চলে,
আর কেউ নয় সে হল রিক্সাওয়ালা
যাদেরকে আমরা করি অবহেলা।


এখান থেকে সেখানে
আমাদেরকে আরামদায়ক চেয়ারে বসিয়ে আনে,
নিজে বসে মাথার ক্যাপের ন্যায় ছোট্ট টুলে
রিক্সা টানে সকল দুঃখ কষ্ট ভুলে।


রিক্সা চলে মানব তেলে
যাত্রীরা বসে যায় হেলে দুলে,
বুঝতে পারিনা আদম তেলের কষ্ট
গাড়ী চলে যতক্ষণ তেল থাকে অবশিষ্ট।


রক্ত মাংস গড়া আদম তেল
বুঝা যায় না কখন করবে ফেল,
হঠাৎ একদিন থেমে যাবে আদম চাকা
চারিদিক ঘিরে আসবে অন্ধকার, সবই লাগবে ফাকা।


মানবতাহীন জীবন তার
এ যেন নিয়তির কাছে হারমানার,
সমাজের কাছে তুচ্ছ ও ঘৃন্য জাতি
হত দরিদ্র হলো তাদের একমাত্র সাথী।


তারিখঃ ০৭/০৪/২০১৮