বাদল দিনের মেঘলা আকাশ
ধেয়ে আসে দক্ষিণা বাতাস
হঠাৎ হঠাৎ আসে বৃষ্টির জোয়ার
ডুবে যায় পথ ঘাঁট, ভেসে যায় ঘর দুয়ার।


হঠাৎ বিজলীর চমকানিতে
মনের ভিতর কেপে উঠে বজ্রঘাতে,
যেখানে সেখানে পড়ে বজ্রপাত
সারা দেশ জুড়ে এটা হয়েছে এখন মরনের ফাঁদ।


এ কি নিশানা দেখাইতেছেন বিধাতা
আমরা অধম বিধায় বুজিনা তার নিপুণতা,
দুনিয়াটা আজ দূষণে ভরপুর
ধর্ষণ, ব্যাভিচার কিংবা অত্যাচার ও শোষণ চলছে রাত দুপুর।


বৃষ্টির জোয়ারে ভেসে যায় ঠিক বাহ্যিক আবর্জনা
তবে পরিস্কার হয়না মানুষের মন, শুদ্ধ হয়না মনের আলপনা,
বৃষ্টি হল বিধাতার নেয়ামত মানুষের কল্যাণে
যাহারা করতে পারে উপভোগ এ বিশ্ব ভূবনে।


বাদলের ঐ মেঘলা আকাশ
বয়ে আনে বার্তা, ধেয়ে আসে ঝড় ও বাতাস,
তবে কষ্ট তাদের, যারা খেটে খাওয়া দিনমজুর
পেটের দায়ে বেয়ে যায় তরী কিনারাহীন অচিনপুর।


এ দুনিয়ার বুকে
যারা আছেন চির সুখে,
ভূলে গেছেন যতো সব
বলে বসেন কে আবার আমার রব।


এটার জন্যই যতো সব গজব
এটা ওদেরই প্রাপ্য, পাবে না এর লাগব,
ওদের অহংকার আর নেশার মাশুল
সমাজের নিরাহ মানুষের উপর বয়ে আনে পাপের বাসুন।


তাই বাদলা হাওয়ার তালে তালে
জীবনকে আর না ভাসিয়ে দেই হেলে দুলে,
বৃষ্টির জোয়ার বইবে যখন
জীবনকে পরিশুদ্ধ করে নিব তখন।


তারিখঃ ২৩/০৩/২০১৮


E-mail: mamunhossain47@yahoo.com
Cell: +882-01911603222