আজ যারা ভাষার জন্য প্রান হারা
মরেও অমর তারা লাখো কোটির হৃদয়ে।
বুকের তাজা রক্ত দিয়ে লেখা যে ভাষা
সে ভাষার নাম বাংলা ভাষা,
ষোল কোটি মানুষের প্রান।
সালাম জব্বার, বরকত কিংবা রফিক শফিক,
তাদের রক্তের দানের প্রতিদান বাংলা ভাষা।
তাদের এ ঋণ কখনো হবে না বিলীন
যতদিন বেঁচে থাকবে এ সোনার বাংলা,
পদ্মা মেঘনা ও যমুনা।
মায়ের মুখের শেখানো ভাষা কখনো যাবেনা বৃথা।
বাংলা আমার মা, মায়ের ভাষা আমার প্রান,
জনম জনম ধরে রাখবো এর সম্মান।
ভাষার জন্য হয়েছিলো যারা শহীদ
স্মরণ করি তাদের শেখানো ভাষায়,
বরন করি প্রভাত ফেরি, গেয়ে যাই সেই অমর গান
একুশে ফেব্রুয়ারি আমরা কি তোমায় ভূলিতে পারি।
শত কষ্ট ও বেদনার হাহাকারের মাঝে
একটাই ধ্বনি উচ্চারিত হয়,
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি।



তারিখঃ অ৫/০২/২০১৮