কষ্ট
মনে জমা আছে যথেষ্ট,
প্রকাশের নেই কোন অবকাশ
মনের ভিতর নিয়ে করি বসবাস।


কষ্টে ভরা জীবন
স্রোতের ন্যায় বয়ে বেড়াচ্ছে আজীবন,
যার নেই কোন কিনারা নেই অবশেষ
বিদায়ের ঘণ্টার আগ পর্যন্ত তেল বিহীন চলবে বেশ।


কষ্টের কথা
সবার সাথে বলা যায় না সে কথা,
নীরবে কাঁধে মনের অন্তরালে
এ যেন আগুনের লাভার ন্যায় সারাক্ষণই জ্বলে।


কষ্ট হল নীরব ঘাতক
জীবনের সাথে করে নাটক,
ঝাঁজরা করে হৃদয়টাকে
শুধু খোসা বানিয়ে রাখে দেহটাকে।


কষ্টের পথ চলা
ভেঙ্গে দেয় সুখের তালা
স্তব্দ হয় মনের কাটা
জীবনের উপর বয়ে যায় ভাঁটা।



তারিখঃ ০৬/০৪/২০১৮