দুনিয়াটা হল এক আজবখানা
সত্যিকার অর্থে জেলখানা,
কয়েদীর ন্যায় যে করে বসবাস
পরকালে তার হবে স্বর্গবাস।


তবে কলি যুগের যে হালচাল
লাগে সবকিছু গোলাটে হয়েছে তালমাটাল,
মানুষরূপী মুখোশধারী জানোয়ার
পরাস্ত করতে তাদের মুখই যথেষ্ট, লাগেনা তলোয়ার।


মিথ্যা আর ধোঁকাবাজ
বলতে তাদের নেই কোন লাজ,
এটাই হল তাদের নিত্য দিনের পথচলা
কথায় কথায় করে ছলা কলা।


আজ মানুষে মানুষে হানাহানি
ঈমান বিলুপ্ত, ভণ্ডে ভণ্ডে করে কানাকানি,
সত্য ও ন্যায় বিচার বিলুপ্ত ভণ্ড ও মোনাফিকদের ভীরে
ওদের অত্যাচারে ন্যায়ের তরী পৌছাতে পারেনা তীরে।


লম্পট ও লেভাজধারী নরপিচাসের বাজারে
সত্য ও ন্যায়ের সন্ধান মিলিবেনা হাজারে,
মুখোশধারী জানোয়ার আর ইতর
সব সময় প্রবণতা থাকে মাথা দিয়ে ঠেলে জিতার।


তারিখঃ ০৪/০৪/২০১৮