দুই নয়নের জল
করে টলমল
তোমারি বিহনে
অন্তরের গহীনে।


তুমি হীনা এ জীবন
মরুভূমির বসবাস,
শুন্য লাগে এ জীবন
নিরাশায় কেটে যায় বার মাস।


ডানা বিহীন পাখির ন্যায়
বেঁচে আছি দূর আশায়,
পিঞ্জরে নাহি আটকে রয়
হৃদয়হীন রুদ্রতায়।


হিয়ার মাঝে
বিষাদের সুর বাজে,
সকাল থেকে সাঁঝে
মন বসে না কোন কাজে।


মরুভূমির বালু রাশি
ঘিরে আছে চারি পাশে
প্রচণ্ড উত্তপ্ত প্রখরে
জ্বালিয়ে হৃদয় শিখার আঁচে।



তারিখঃ ১৯/০২/২০১৮