যাত্রা শুরু সড়ক পথে
উঠে পরলাম বাসে নিয়ে ব্যাগ সাথে,
গাড়ী চলছে আকা বাঁকা সরু পথে
একের পর এক গাড়ী যাচ্ছে কানের পাশ দিয়ে উল্টা রথে।


দুই ধারে সবুজে ঘেরা সড়ক পথ
দেখতে কি মনোরম পরিবেশ এটা সকলের অভিমত,
একের পর এক গাছের ছায়ার অন্তরালে
সুপ্ত প্রতিভা জাগ্রত হয় নীরবের পরশ পেলে।


চারিদিকে সবুজের সমাহার
দূষণ মুক্ত বায়ু এ যেন এক মনোমুগ্ধকর,
ইচ্ছে করে কোমলমতি সবুজের সাথে করি বসবাস
নিস্পাপ শিশুর ন্যায় গড়ে তুলি স্বর্গের আবাস।


স্বচ্ছ সরল শিশির ভেজা ঘাসের উপর পানি
ইচ্ছে করে নগ্ন পায়ে শুধাই হৃদয়খানি,
অপলক দৃষ্টিতে ভাবছি আনমনে
যদি থাকতে পারতাম এই সবুজের এক কোনে।


ইট পাথরে গাঁথা শহরে
বিপর্যস্ত জীবন উত্তপ্ত প্রহরে,
চারিদিকে শুধু দূষণ যুক্ত বায়ু
দিনের পর দিন কমে যাচ্ছে মানুষের আয়ু।


তাই দরকার গ্রামের ন্যায় সবুজে ঘেরা শহর
সেখানে থাকবেনা কোন উত্তপ্ত প্রহর,
বিরাজ করবে স্বস্তির প্রশ্বাস
নিতে পারবো দূষণ মুক্ত নিঃশ্বাস।


তারিখঃ ২৮/০৪/২০১৮


E-mail: mamunhossain47@yahoo.com
Cell: +882-01911603222