এই যে সময়
বয়ে যায়, কি নিষ্ঠুর গতিতে!
সবুজ বন-বনানি
রুপ হারায় জানি,ঋতুর আবর্তে!
পাখির কিচিমিচি
জলের নাচানাচি, থামে সন্ধ্যায়!
সূর্যের কিরণ
মানে না বারণ, ডুবে পশ্চিমায়!
যুগলের প্রেমে
শিথীলতা নামে,কারণে-অকারণে!
সুখের সংসার
ভেংগে চুরমার, সময়ের ব্যবধানে!
মন মাজারে
চিন্তার সাগরে, উঠে ঢেউ!
বয়সের ছাপ
করবে লোপ, আছে কেউ?
নিষ্ঠুর সময়
মানুষকে বানায়, বড়ই নিষ্ঠুর!
সময় পুরায়
জীবন বীণায়, বাজে মৃত্যুর সুর!
১৪/০৪/১৬