ভূধর ভরপুর ওরে,
অফুরান এক অন্নভান্ডারে!
তবুও কেনো ওরে,
মানুষ মরে,বুভুক্ষু-অনাহারে?
কেউ ঘুমায় ওরে;
খাবার মাঝে,
কোর্মা-পোলাও,খাসি-কা­বাব;
সকাল সাঝে,
ভরে পেটে,চার হাতে যে!
উদর তো ন'ভাই;
মস্ত বড়,চিম্বুক পাহাড়!
ঝর্ণার বেগে যার ঘাম ঝরে!
শেষমেশে সে,
মরে রে ভাই,খাদ্যভারে!
কেউ মরে রে, পথের 'পরে;
খাদ্যাভাবে!
দেহচর্ম;ঘাম চুষে খায়,
তার চেয়েও বেশি; জালিমে!
একবেলা যার,জুটে না খাবার,
যায় দেখা যায়;বক্ষপিন্জর!
উর্ধ-নিম্ন,সব বাহু যার,
কাঠ হয়ে যায়,শুকিয়ে পাঁজর!
এই অনিয়ম,ঘুচবে কিরে?
আসবে সুদিন,সাম্য ফিরে?
দূর হবে সব,হবে রে সাফ,
কায়েম হলে রে; আদল-ইনসাফ!