চারিদিকে আজি যুদ্ধ যুদ্ধ খেলা,
ভবের বাজারে বসেছে যুদ্ধের মেলা!
প্রেমের যুদ্ধ,মিলনের যুদ্ধ;
দখলের যুদ্ধ,বেদখলের যুদ্ধ!
যুদ্ধে নেই অন্ত,শ্লথ-মন্থর;
যুদ্ধে যুদ্ধে দগ্ধ মন-প্রান্তর!
মম যুদ্ধ নিরন্তর;
এক অচেনা শত্রুর বিপক্ষে!
প্রান্তরের পর প্রান্তর,
সজ্জিত আনুবীক্ষণিক সৈনিকে!
মম সেনাপতি লিম্ফোসাইট!
সকাল-সন্ধ্যা কিবা নাইট,
দেহ-প্রান্তরে করছে অবিরত ফাইট!
নিশ্চিত পরাজয় জানি যে যুদ্ধে,
হারার পরাজয় কি থাকে তাতে?
হারার আগে একবার তাই,
জীবন যুদ্ধে জিতবার চাই!