অনাগত বর্ষণের আগমণ বাণী
গগন থেকে ধরণী
বটবৃক্ষ কিংবা গুল্মলতিকায়,
চতুষ্পদ প্রাণী-পিপীলিকায়।
জানান দেয় ঐ নীল আসমান
নিকষ কালো মেঘপুন্জে,করে অভিমান
কখনো ফটোগ্রাফের আলোর ন্যায় বিজলী চমকায়ে,
অথবা গুড়ুম গুড়ুম শব্দের ঝংকারে।
মানব মনের কোণে জমে,
ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ কণাগুলো
রূপ নেয় অসীম দুঃখপাথরে।
কখনো সে প্রকাশ পায়
মেঘপুন্জের ন্যায় কালো গোমড়া মুখে,
বিজলির মতো হাসির ঝিলিকে,
কখনো-বা বর্ষণের অঝোরধারায়!
০৯/০৯/১৫