হে বিপ্লবী!উঠো কোমল বিছানা ছাড়ি!
শোনো ক্রন্দন,আর্তনাদ,আহাজারি!
কন্টকাকীর্ণ,বন্ধুর পথ,
ভয়,শংকা-শ্বাপদ,
দিতে হবে তোমাকেই একা পাড়ি!


হে বিপ্লবী!ছিন্ন করো ভালবাসার বন্ধন!
থামাও মজলুমের ক্রন্দন!
সম্পদের মোহ ভুলে,
বন্ধ দ্বার খুলে,
আনতে হবে তোমাকেই স্তব্ধ হৃদয়ে স্পন্দন!


হে বিপ্লবী!ছূঁড়ে ফেলো সকল তাবেদারী পদ!
উৎপাটিত করো জালিমের মসনদ!
বাঁধার প্রাচীর ভেঙে,
ঝড়-ঝঞ্চা ডিঙে,
গড়তে হবে তোমাকেই ইনসাফের প্রাসাদ!


২০/০৮/১৫