দেয়াল ঘেঁষে দেয়াল
গড়ে উঠা দুটি প্রাসাদ
বারান্দার পাশে বারান্দায়
একটি টবে,ছোট্ট
একটি গোলাপ গাছে,ফুটেছে
একটি লাল গোলাপ!
যতই যায় দিন
রূপ আর সৌন্দর্যে
দ্বিগুন বেগে করে
দর্শককে আকর্ষণ!
উত্তরের হিমেল হাওয়ায়
মন মাতানো গন্ধে
আর দৃষ্টিকাড়া রূপে
ঝড় তুলে মনের আঙ্গিনায়!
হাতে পেতে
একটু ছুঁয়ে দিতে,
প্রানভরে সুবাস নিতে
দুর্নিবার ইচ্ছা জাগায়,
যখনি আসে দৃষ্টির সীমানায়!
কিন্তু হায়!
সময়ের আবর্তে বিবর্ণ হয়
সেই চোখ জুড়ানো
মন মাতানো,
টুকটুকে লাল গোলাপ!
হারিয়ে যায় অপরুপ রূপ
আর স্নিগ্ধ সুবাস!
শুকিয়ে ঝরে পড়ে
আপন বোঁটা হতে,
যেমনি করে ঝরে
যাবো তুমি-আমি!
০৮/০৫/১৫