শেষ জামানার মুসাফির ওরে!
নিদ কি তোর ভাঙবে না রে?
তোর তীরেতে গড়ছে কে বসত?
কোথা গেলো তোর অশেষ হিম্মত?
তুই তো ওরে!
ওমর-খালিদ,কাসিম-তি­তু,
সালাদিনের ভাই!
তুই কেনো রে?
অলস-কুঁড়ে,বড্ড ভীতু,
লাজ-শরমও নাই!
দিগ্বীজয়ী;
অস্ত্র-গ্রেনেড,গুলি-বুলেট,
থাকতো যাদের বুক-পকেটে!
প্রেমময়ী;
গোলাপ-চিঠি,প্রেম-পিরিতি,
ক্রুশের প্রতীক তোর লকেটে!
শান্তিকামী;
পরের তরে,স্বার্থ ছেড়ে
গড়ছে যারা ন্যায়ের প্রাসাদ!
ঘোর-ন্যাকামি;
ছাড় রে আজি;সেজে কাজী
করিস কেন রে স্বার্থের আবাদ?
ওরে ও মুসাফির!
কাটবে কি রে তোর,পুঁজিবাদী ঘোর?
হও হুঁশিয়ার!
শেষ সময়ে জাগ'রে ফের!
২৪/০৪/১৬