হে নন্দিনী!
আমি নির্লজ্জ কবির ন্যায়
চাই না দিতে তোমার রুপের অশ্লীল বিবৃতি!
চাই না ফুটিয়ে তুলতে তোমার দেহের ভাঁজ!
হে নন্দিনী!
তোমার ভ্রমরকালো কেশ,
হরিণীর মায়াবী চোখ
রূপালী চাঁদ মুখ
আলতা রঙের তনুর
করবো না অশালীন উক্তি!
হে নন্দিনী!
আমি চাই না,আমি
তোমার দেহের মাংসল অংশের
দিয়ে নোংরা বর্ণনা
মানবের মনে জাগিয়ে তুলি পাশবিকতা!
নারী দেহের প্রতি করি উন্মত্ত!
আমি চাই শুধু
তুমি আমারই আঁখি জুড়াও
তোমার অফুরন্ত রুপে!
ঢেকে রও তুমি
আবৃত আবরনে!