কত যে রজনী কেটেছে নির্ঘুম,
শত চেষ্টা ব্যর্থ শ'বার
করতে জোড়
দু চোখের দু পাতা।


কোন এক নিশিতে
হয়েছে যখনি এক,
দুঃস্বপ্নে ভেংগে
কাচা ঘুম হয়েছি সজাগ।


মধ্য বিছানায় বসে
স্মরেছি অসমাপ্ত দুঃস্বপ্নমালা,
সপনের ভয়াবহতায় বার বার
শুকিয়েছে মোর গলা।


কালো কিম্ভুতকিমাকার
সুবিশাল দেহী
দু হাত পা টেনে নিয়ে যাচ্ছে
প্রকান্ড অগ্নিকুন্ডের দিকে,
শত আর্তি অনুরোধ
তার কাছে হয়েছে ফিকে।


কখনো ডুবেছি কূল কিনারহীন
অতল পাথারে,
টেনে তুলবার কোন স্বজন
পাইনি আমি আহা রে!


হায়! একি মোর দুর্বিনীত নফসের
ফল?
ঈমান কি মোর হয়েছে এতই
দুর্বল?
পূণ্য পাথেয় বুঝি এতই কম?
হবে বুঝি ঠিকানা মোর
জাহান্নাম?


তৎক্ষণাৎ...
উঠে গিয়ে সেরেছি ওযু,
ঠেকেছি মাথা
ধরিতে খোদার রজ্জু।


করেছি ফরিয়াদ...
ইয়া আল্লাহ!গফুর গাফ্ফার!
ক্ষমা কর এই অভাগারে
করো না পথভ্রষ্ট আর!


তাওফিক দাও চলার
সহজ সরল পথে,
চিরস্থায়ী ঠিকানা মোর
হয় যেন জান্নাতে।


২৩/০৬/১৪