হেঁটে চলেছি একা
পিচঢালা কালো পথ ধরে,
সাথী,দু'ধারের সারি সারি
বৃক্ষছায়া মাথার 'পরে।


পথপাশে হলদে-সবুজ ঘাসে
সেজে বিস্তৃত অপরুপ বিল,
দখিনা হাওয়ায় এনেছে বয়ে
প্রশান্তি অনাবিল।


সুনীল আকাশে ভেসে চলে
সাদা মেঘের ভেলা,
তারি সাথে দেখা মিলে শুন্যে
এক মাছ-শিকারীর খেলা।


দূর-দিগন্তে ডানা মেলে উড়ে
শ্বেতশুভ্র একদল বক,
বল,কোন সে কারিগর এঁকেছে
এমন সুনিপুণ ছক?


০৫/১০/১৪