নশ্বর দুনিয়ার নশ্বর আমি,
পেরিয়ে জিন্দেগীর বাইশ বসন্ত;
ছুটছি এক অজানার পথে!
হয়তো মাড়িয়েছি গন্তব্যের অর্ধপথ!
অথবা সন্নিকটেই মম গন্তব্যস্থল!
পিছনের ফেলে আসা
স্মৃতির পাতা হাতড়ে খুঁজি
জীবনের অস্পষ্ট অর্জন!
অজানা অক্ষরে অতীতের খাতায়,
আঁকা আমার অসার অংক!
বাকি পথ পাড়ি দিয়ে
ভরবে কি শূন্য হস্ত?
নাকি রিক্ত হস্তেই ফিরতে হবে
চিরসত্য নীড়ে?