ফাগুন এলেই
কাব্য লেখার যায় পড়ে যায় ধুম
ফাগুন এলেই
সুপ্ত কবির যায় ভেংগে যায় ঘুম
ফাগুন এলেই
কলমের নিব যায় হয়ে যায় ক্ষুর
ফাগুন এলেই
মন-মগজে বাজে শুধু সুর
ফাগুন এলেই
কৃষ্ণচূড়া যায় ভরে যায় ফুলে
ফাগুন এলেই
আমের মুকুল উঠে দুলে দুলে
ফাগুন এলেই
কোকিল গাহে কুহুকুহু গান
ফাগুন এলেই
মৌ মৌ গন্ধে নেচে উঠে প্রাণ
ফাগুন এলেই
লাল-সবুজে সাজে চতুর্দিক
ফাগুন এলেই
মিঠেল হাওয়া যায় ছুঁয়ে যায় ঠিক
ফাগুন এলেই
শহীদ মায়ের দুচোখ ভাসে জলে
ফাগুন এলেই
হৃদয় জুড়ে রক্তক্ষরণ চলে
১৯/০২/১৬