সাগর আমায় ডাকে
বারংবার;তাহার ঊর্মিধ্বনিতে!
ছুটে যাই আমিও
তাহার পানে,দিয়ে সাড়া!
পদযুগল ভিজাই ঊর্মি জলে!
দু'নয়ন ভরে দেখি,
তাহার চিরযৌবনা রুপ!
যে অনিন্দ্য রূপ দর্শনে,
কখনো ক্লান্ত হয় না আঁখি!
এক অজানা আকর্ষনে,
বেলা যায় বহে;
তাহার তটে!
মেটাতে আঁখির তৃষ্ণা,
তাহার অমিয় সুধায়!
বেলাশেষে ফিরি নগরে,
ফের ফেরার প্রত্যয়ে;
তাহার তীরে!


১০/০৬/১৮