অভিযোগের পাহাড় লয়ে
বাইনারি সিস্টেম থেকে ছিটকে
আমরা ক্রমশঃ দূরে সরে যাচ্ছি—
দুটো মহাজাগতিক ছায়াপথের মতো,
আমাদের মধ্যবর্তী আত্মিকতাকে গ্রাস করে নিচ্ছে কী ভীষণ দুর্গম অন্ধকার!


তাফেইটির মতো দুর্লভ আমাদের প্রেম—
নিরবচ্ছিন্ন জাগতিক যত আত্মীয়তা—
আর, যুগ ধরে পড়ে যাওয়া সবটুকু মায়া
এখন পাঁজর থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে ময়ুর পালকের মতোন,
বালুচরে সে কী খেলাঘর ছিল!
আমরা বালুচর ছেড়ে ফিরে যাচ্ছি আপন ডেরায়,
যেখানে অপরের প্রবেশ নিষিদ্ধ
যেখানে অপরের গলা ছেড়ে গান গাওয়া নিষিদ্ধ
যেখানে কথারা সব শরবিদ্ধ।
অবশেষে আমরা পেছনে তাকিয়ে চলে যাচ্ছি অজানা সামনের দিকে!


১৪ সেপ্টেম্বর ২০২২