উড়ে ঐ বিজয় নিশান
দেখ্ উড়ে ঐ বিজয় নিশান
ফেলে আর দিসনে তোরা (২)
ধররে ধর শক্ত করে
উড়ুক নিশান- নিশান উড়া


দেখ্, সবুজের মাঝেরে ঐ রক্তধারা,
মা আমার হলোরে আজ পাগলপারা,
মাকে বল্ কাঁদিসনে তুই ছেলের লাগি,
তোর ছেলে যে দেশটা দিল জীবন ত্যাগী।
উড়ে ঐ বিজয় নিশান
দেখ্ উড়ে ঐ বিজয় নিশান
ফেলে আর দিসনে তোরা (২)
ধররে ধর শক্ত করে
উড়ুক নিশান- নিশান উড়া


শোন্, বাজেরে বিজয়ের গান চলরে শুনি,
পালায়রে লেজ গুটিয়ে আজ পাকি খুনী,
মাগো তুই কাঁদিসনে আর পাসনে গো ভয়,
হলো গো হলো যে আজ তোর ছেলেরই জয়।
উড়ে ঐ বিজয় নিশান
দেখ্ উড়ে ঐ বিজয় নিশান
ফেলে আর দিসনে তোরা (২)
ধররে ধর শক্ত করে
উড়ুক নিশান- নিশান উড়া


বল্, মাগো তুই মুক্ত আজি ভাঙছি শিকল,
খুনীদের সকল খেলা শক্তহাতে করছি বিকল,
মাগো তুই হাসবি এবার প্রাণটি খুলে সকাল সাঁঝে,
তোর ছেলেরে খুঁজিস কোথা সে হাসে ঐ নিশান মাঝে।
উড়ে ঐ বিজয় নিশান
দেখ্ উড়ে ঐ বিজয় নিশান
ফেলে আর দিসনে তোরা (২)
ধররে ধর শক্ত করে
উড়ুক নিশান- নিশান উড়া