কি হবে বিজয় দিয়ে বন্দী আজো স্বাধীনতা,
অত্যাচারী শাসক গোষ্টী দেয়না আজো বলতে কথা।
কি হবে বিজয় দিয়ে (২)
ধরে আজো যাচ্ছে নিয়ে
জ্ঞানী-গুণী বুদ্ধিজীবি সকলেরে
যাকে খুশি যাচ্ছে নিয়ে তাকে ধরে
কি হবে এই বিজয়ে না পাই যদি বলতে কথা
আমরা কি যাচ্ছি ভুলে সব শহীদের বিজয় গাঁথা!
কি হবে বিজয় দিয়ে (২)


কি হবে বিজয় দিয়ে এখনো যে গুলি চলে,
সত্যিটা বলতে গেলে শাসকরা চুপ থাকতে বলে।
কি হবে বিজয় দিয়ে (২)
আজো সব নেয় ছিনিয়ে
টাকা-কড়ি ভিটে মাটি সকল কিছু
এতো সব যন্ত্রনাতে বিজয়টা কি হলো মিছু!
কি হবে এই বিজয়ে বলতে নারি মনের কথা,
দরজার ওপাশে যে কাঁদছে আমার স্বাধীনতা।
কি হবে বিজয় দিয়ে (২)