বিপ্লবী হও
মত্ত থাকো খুনের নেশায়
এ-ই একমাত্র পথ, মুক্তির
তুমি ভালোবাসার কথা বললেই
মৃত্যু— ক্রমশ দেখে ফেলবে তোমার চোখ
তোমার রক্তে ঢুকে যাবে ডেসমণ্ড ডজের আত্মা
হে মানুষ!
মুক্তির পথ একটাই
অ্যাকিয়ানদের মতো বিপ্লবী হও।


কলম অথবা অস্ত্র
বেছে নাও যা খুশি
কলমের ডগাও সূঁচালো খুব, ভয়ানক মারণাস্ত্র
এফোড় ওফোড় করে আগ্রাসীর বুক
রাইফলের মতো ছুঁড়তে পারে— অজস্র শাব্দিক গুলি
বদলাতে পারে ইতিহাস
বদলাতে পারে মানচিত্র।
অস্ত্রও নিতে পারো,
রাইফেল, গ্রেনেড অথবা ধারালো ছোরা;
যদি তুমি চাও
কিন্তু বিপ্লবী হও।


যদি কখনো তোমার কলম
ভুলে যায় বিপ্লব
তখন নজরুল পড়ো, শেখ মুজিব পড়ো, মায়োকভস্কি পড়ো
যদি কখনো তোমার অস্ত্র
ভুলে যায় গুলি
তখন ভিয়েতনাম পড়ো, কিউবা পড়ো
পৃথিবীর আনাচকানাচে অগণিত মানুষের আর্তনাদ পড়ো
যদি তুমি মানুষের হৃদয়ে ইতিহাস হতে চাও
তবে বিপ্লবী হও
বেছে নাও কলম
নয়তো অস্ত্র।  


০৬ অক্টোবর ২০২২