(প্রাণের বন্ধু-পতি প্রয়াত ইয়াসিন ভাই স্মরণে)
----------------------------------------


ঘুমাও পথিক! ঘুমাও!
কতো দূর কতো পথ! ক্লান্ত শ্রান্ত তুমি।
জীবনের ঘায়ে হয়েছে ক্ষত্
কেনো তবে আজি তোমার ব্যর্থ মনোরথ?


কোথা হতে কোথা এলে; বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে-
                         আবার কোথা যাবে চলে?
দুঃস্বপ্নের ঘোর কাটেনি এখনো, বিস্মিত চোখ মুখ,
ললাটে তোমার কাটা ছাটা রেখা,
কোন্ শিল্পীর এতো কষ্টে আঁকা-
                                     যেন কতো দুখ্!


কোন্ প্রান্তর ঘুরে ফিরে, জীবনের শেষ তীরে,
                            এলে এই ছায়ানীড়ে?
জীবনের শেষ সঙ্গীতের আগের সুর শুনতে কি পাও?
                                  ঘুমাও পথিক, ঘুমাও।


জীর্ণ শীর্ণ ঘর্মাক্ত দেহখানি,
চলেছো তুমি টানিটানি-
জীবনের মরু প্রান্তরে, বিনে পানি।
তবুও হয়নিকো শেষ তোমার জীবন বোঝার ঘানি।


পথ চলেছো, নেমেছে ঘোর অবসাদ,
বাঁকনি তবু! ভেবেছো প্রসাদ-
লভেছো তাহা। দেখনি ফিরে জীবনের ভাঙ্গা বাঁধ,
তারি সাথে মিশে গেলো আজ সব আশা সব সাধ।
                              তবু করনিকো আর্তনাদ!


জীবনের সঙ্গমে হয়েছো লুটপাট,
তাই শেষবারের মতো একবার তাকাও,
হয়তো আর দেখা হতে পারে না-ও,
                 ঘুমাও পথিক, ঘুমাও।


পদ্যহীন জীবন তোমার গড়েছো পাথরে,
কার তরে, তারপরও, এতো ব্যথা আপন তরে?
ব্যথার রাজ্যে এখন তোমার হাড় ক'খানা নড়েচড়ে,
তবুওতো একটি দীর্ঘশ্বাস বুক ফেটে নাহি পড়ে!
কেনো এমন করে আপনাকে গড়েছো পাথরে?
জন্মহীন ব্যর্থতায়, অনুজ্জ্বল এই ধরাপরে।


অস্ফূট একটি স্বর তোমার কন্ঠে নাহি বাজে,
কোন্ ভয়, কোন্ দ্বিধায়? কোন্ এতো লাজে?
তুমি নিশ্চুপ, নিথর মুর্তি! কথা বলো না-যে!
কেনো যাচ্ছ দূরে চলে? কোন্ তাড়া কাজে-
তুমি থাকতে চাহনা আর- আমাদেরি মাঝে?
আসবেনা? মেলবেনা দু'নয়ন?এই হয় হয় সাঁঝে?
নাকি পরেই রইবে তুমি এই নির্মল শেষ তাজে!
যাবে চলে তুমি, শুভ্র বসনে এই শেষ সাজ সেজে।
যাও বন্ধু যাও, যাত্রাকালে বাধা দেয়া নাহি সাজে,
একদিন কি আসবেনা ফিরে আর, আমাদেরি মাঝে?


তবে দেখা করো বন্ধু, যদি আসিবার সুযোগ পাও,
ক্লান্ত শ্রান্ত হে! তুমি শান্তির মাঝে আজি ঘুমাও,
                              ঘুমাও পথিক, ঘুমাও।