যতখানি কবি আমি ততটা আগুন,
একবার জ্বলে যদি ধমনীর খুন।
তুফানের পিঠে চড়ে উড়াবো তল্লাট
আগুনে পোড়াবো যত সব খল লাট
হিরোশিমা ফুল বুকে— মুখে হলাহল,
একশ্বাসে হতে পারে জগৎ অচল।
যতখানি কবি আমি ততটা বিপ্লবী,
আঁধারের বুক চিড়ে হতে পারি রবি।


কবিতার চেয়ে বড় বিপ্লব আর কী!
শব্দ-মহারণে আসে কখনো হার কি?
হতে পারে কবিতা-ই মুক্তির সংগ্রাম,
লিখে রাখে ইতিহাসে সেনানীর নাম।
যতখানি দ্রোহী আমি ততটাই ফুল,
মহারণে মহাবীর, প্রেমেও অতুল।
.
১৬ জুন ২০২১