কাকে বলে কবিতা?
যদি তা না ফোটায় ফুল
কালাহারি আতাকামা, সাহারা আর গোবিতে
যদি তা না ফোটায় ফুল
বিপন্ন ইতিহাসের পলেস্তারায়
আর বীভৎস রণপ্রান্তরে।
কবিতা তো ঝরনার জলের ধারায়
শব্দের নহরে প্রাণ সঞ্চারী সুধা।


কাকে বলে কবিতা?
যদি তাতে না বাজে সুর
যদি তা না গাহে গান
যদি তা না হাসায় সমূহ কষ্টের ভারে ন্যুব্জ পীড়িতরে।
কবিতা বলে কি তারে—
যদি না প্রেমীর মনে বাঁধায় অসুখ
যদি না জাগায় শিহরণ
দুর্বার আকাঙ্ক্ষায় না ভাসায় বুক?
কবিতা তো প্রেমীর রোমকূপের তীব্র আন্দোলন।


কাকে বলে কবিতা?
যদি না মানুষের মনে জাগায় বিপ্লব
অভিশপ্ত পীড়নের দ্রোহে,
যদি তা না জ্বালে আলো
ঘুনে ধরা সমাজের অকাট্য তিমিরে,
যদি তা না লাগায় আগুন
বিপ্লবী মানুষের মনে,
যদি তা না দেয় ভেঙে
জালিমের কারাগার,
যদি তা না গড়ে ইতিহাস, পরিবর্তনের,
এই কালের আস্তরণে।
ইতিহাস সাক্ষী—
কবিতা তো বিপ্লব,
কবিতা তো স্বাধীনতা, আর মানচিত্র বদলের অকাট্য দলিল।


কাকে বলে কবিতা?
মৃদু আলাপনে—
যদি তা না কয় কথা মানুষের সনে
যদি তা না চলে পথ পাঠকের হাত ধরে
না রাখে খবর— বাঁচে সে কেমন করে
কাকে বলে কবিতা?
যদি তা না বলে দেশের কথা
যদি না বলে দশের কথা
মৃত্যু মুখে পতিত নদীর দুঃখ ব্যথা
যদি না বলে এই সবুজের কথা
না বলে বসত হারা মৃত বৃক্ষের নীরবতা
যদি না বলে পাখির কণ্ঠে ভোরের কুজনের কথা
কাকে বলে কবিতা—
যদি তা না ঘোচায় আঁধার
না খোলে জট— অজানা ধাঁধার
না রাখে যদি মুক্তির হিম্মত
আর, যদি না দেখায় তা সুদূর ভবিষ্যৎ?
কবিতা বলে কি তারে?
কবিতা তো মানুষের অধিকার
মুক্তির মিছিলে বিজয় শ্লোগান
কবিতা তো আমার দেশ,
পদ্মা মেঘনা যমুনার কলকল স্রোত
কবিতা তো কবির চোখে অদেখা ভবিষ্যৎ।


❤️
৫ ফেব্রুয়ারি, ২০২১।