আমারই পূর্ণতা, হাসি কান্না আর প্রাণ,
                    সে তো তোমারই দান।
হায় বুঝিনি তো আমি, খুঁজিনি তো কভু!
                  আমায় ক্ষমা করো প্রভু।


      সেদিন গিয়েছি গোলাপ তুলিবার,
                       তুলেছি গোটা চার।
     উঁহু! হঠাৎ বিঁধিল কাঁটা এই হাতে,
                 কী যে ব্যথা হলো তাতে।
    হাতের এই সুস্থ্যতা বুঝিনি তো আগে,
                     আহা প্রভু! কষ্ট জাগে।
      বুঝিনি তো আমি, খুঁজিনি তো কভু!
                    আমায় ক্ষমা করো প্রভু।


    চলতে গিয়ে পেলাম ব্যথা দুটো পায়,
                       আহা প্রাণ বুঝি যায়!
  প্রভু তোমারই দেয়া আমার পা দু'খানি,
                      চলি আজ টানি টানি।
      তোমারই নিয়ামত  করে অস্বীকার,
                    আজ কী হলো আমার?
আহা বুঝিনি তো আমি, খুঁজিনি তো কভু!
                   আমায় ক্ষমা করো প্রভু।


     সেদিন কেঁপেছিনু আহা ভীষণ জ্বরে,
                        এই বুঝি যাব মরে!
   তোমারই দেয়া নিয়ামত বুঝিনি আগে,
                   কী যে কষ্ট প্রাণে জাগে।
      তোমায় ভুলে প্রভু কী করলাম হায়,
                       এই প্রাণ বুঝি যায়।
তাহা বুঝিনি তো আমি, খুঁজিনি তো কভু!
                    আমায় ক্ষমা করো প্রভু।