তুমি চাঁদ হবার আগে— আমিও চিনতাম না জোছনা
শোনো মেহের!
চলো আমরা তৃষ্ণার্ত পেলিক্যান হই
মেঘের কাছে প্রার্থনা করবো প্রেমের বৃষ্টি
বলবো, হে মেঘ তুমি পারিজাত ফুল ফোটাও
বলবো, তুমি জোয়ার আনো পাখির ঠোঁটে
তুমি ঝরলেই উর্বশীর বুকে কদম ফুটবে
কদমের পাপড়ি ছুঁয়ে আমি বুকের ভেতর রুয়ে দেবো মুক্তির পয়গাম।


শোনো মেহের—
চলো আমরা মুঠো মুঠো জোছনার ফুল ফোটাই
জোছনা পৃথিবীর শ্রেষ্ঠতম কোমল সুন্দর
আমাদের অদৃশ্য চোখ শীতল হবে মুঠো মুঠো ঝোছনা ফুলে
চুম্বকজোড়া খুঁজে নেবে জল— জঙ্ঘা নদীর কূলে।


ও মেহের!
শোনো বলি! আমি চিনতাম না জোছনা!
আমি চিনতাম না তৃষ্ণা
তোমার ওপারে যে জোছনার নদী
আমি নদীর উপর বসে মেঘ পাড়বো
আমি জল পাড়বো
আমি তিরতির শিহরণ পাড়বো
সারিয়ে নেবো হৃদয়ের যান্ত্রিক ত্রুটি।


মেহের—
আর কতকাল তুমি থাকবে, বৃত্তের বাহির!
বলো! বলো কতকাল!
আমি ঘুমাবো বলে বিছিয়েছো জোছনার চাদর
অথচ কেড়ে নিয়েছো আমার রাত্রি
অথচ কেড়ে নিয়েছো আমার সম্ভাবনা
আর, আর সবটুকু কোমলতা, যা ছিল জোছনা জুড়ে।


মেহের!
প্রেম তো হৃদয়ের বন্দিশালায় মুক্তির যাপন!
চলো আমরাও বন্দি হই,
সন্ধি করি
জলাচারে ধুয়ে দিই বিপন্ন নগরীর কোলাহল।


♥️
২৭ জুলাই ২০২১, মোহাম্মদপুর, ঢাকা।