উদ্ধত হয়ো না রাষ্ট্র,
যে ইজম তোমায় দিয়েছিল স্বাধীন মানচিত্র
কালের পথ বিধৌত করে দিয়েছিল পরিচয়—
তাকে ব্যানড্ করলে আমিও ফাঁসির দাবি নিয়ে আসবো মুজিবের।


আমি সেই সংগ্রামী সত্তার কথা বলছি
যে সত্তা রুখে দাঁড়ান—
মানুষের পক্ষে,
আর—
চূড়ান্ত বিজয়ের রক্তমাখা পথে—
যিনি হাঁটতে শিখিয়েছিলেন তার অবোধ সন্তানদের
যে সত্তার তর্জনীতে উথালপাথাল ঢেউ খেলে যেতো জনতার ময়দানে
প্রিয় বাঙালিগণ— আপনারা জানেন
সে সত্তা এখন কমপ্লিটলি ব্যানড্
তাই তার ফাঁসি হোক,
আপনারাও বলুন— জয় বাংলা, ফাঁসি হোক তার।


মুজিবের ফাঁসি চাই,
নির্দ্বিধায় ঝুলিয়ে দেয়া হোক প্রকাশ্যে
যে আদর্শ একজন ব্যক্তিকে মানুষ থেকে মহান নেতা বানিয়েছিলো
যে আদর্শ বুকে ধারণ করলে অনায়াসে ভালোবেসে ফেলা যায়— এদেশের মাটি ও মানুষ,
পাহাড়—নদনদী—কৃষকের লাঙ্গল জোঁয়াল,
টেকনাফ থেকে তেতুলিয়ার সবকটা ধুলোমাখা পথ
বাঙালির সুখ দুঃখ হাসি কান্না,
অনাহারীর ক্ষুধা,
প্রিয় বাঙালিগণ, আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন—
সে আদর্শ এখন কমপ্লিটলি হ্যাকড্
তাই তার ফাঁসি হোক, আপনারাও জোরসে বলুন— জয় বাংলা, ফাঁসি চাই ফাঁসি হোক।


ফাঁসি হোক মুজিবের
যে ইজম মানুষের কথা বলে
অধিকারের কথা বলে
গানের কথা বলে—পাখির কথা বলে—নদীর কথা বলে
বাংলার কথা বলে—স্বাধীনতার কথা বলে
যে ইজম— সমাদৃত সুন্দর তামাম পৃথিবীর অলিতে-গলিতে
চলুন বাঙালিগণ, আমরা '৭১এ ফিরে যাই
চলুন আমরা ৭ মার্চে ফিরে যাই
যে শক্তিমান ইজমীয় ভাষণ সেদিন হতে আজও বেজে চলে পাড়ায় চায়ের দোকান থেকে বিশ্বের শাহী দরবারে
সে ইজম এখন কমপ্লিটলি র‌্যাপড্
চলুন প্রিয় বাঙালিগণ, মনেপ্রাণে আমরা তার ফাঁসি দাবি করি
চলুন রাজপথে মিছিল নিয়ে আসি ফাঁসির দাবিতে-
মুজিবের ফাঁসি হোক।


মুজিবের ফাঁসি চাই'।
কে মুজিব? কোথায় মুজিব?


মুজিব কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়,
মুজিব একটি সংগ্রামী সত্তা
একটি আদর্শ
মুজিব একটি ইজমের নাম।
দেশপ্রেমের ঝাণ্ডা হাতে আপনি মুজিব, আমি মুজিব, আপনারাও মুজিব।
মুজিব চির জাগ্রত, মুজিব চির অমর
যিনিই জুলুমের মুখোমুখি প্রতিবাদী রক্তচক্ষু নিয়ে চোখ তুলে তাকাতে পারেন
তিনিই— আপনার আমার সংগ্রামী সত্তার মুজিব,
যিনিই মানুষের জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসতে পারেন -
তিনিই— অটুট আদর্শের আমাদের মুজিব,
যিনিই জীবনকে তুচ্ছ করে তর্জনী নাড়িয়ে —
দেশ ও মানুষের মুক্তির কথা বলতে পারেন, তিনিই মুজিব, তিনিই ইজম।


এ সময়ে মুজিবের মতো সত্য বলা মহাপাপ
এ সময়ে মুজিবের মতো এমন গর্জন করা মহাপাপ
এ সময়ে এমন ইজমের দাবি করা মহাপাপ
তাই— প্রিয় ভাইয়েরা আমার
চলুন আমরা 'মুজিবের ফাঁসি চাই'
এ দাবি নিয়ে রাজপথে মিছিলে নামি।