সেদিন তোমাকে দেখার পর-
আমি আবারো আমার সিদ্ধান্ত পাল্টালাম।
অনেক ভেবেছি, রাত জেগে।
আমি তোমাকে আবারো ভালোবাসবো।
অন্তত কয়েকটা দিনের জন্য হলেও।


সেই উজ্জ্বল মুখ; স্বচ্ছ আলোকিত-
হাসিটি আর নেই তোমার অবয়বে।
নিদারুণ কষ্টে আছো তুমি।


তোমার স্বামীটি ঠিক তোমায় ভালবেসে যেতে পারেনি।


কী করবো বলো?
তোমার প্রতিটি কষ্টই যে আমার বুক ফুঁড়ে দেয়।
তাই অকস্মাৎ এই সিদ্ধান্তের পরিবর্তন।
পারবে না তুমি? আবারো কটাদিন-
আমায় সঙ্গ দিতে?
অবশ্য তোমারই প্রয়োজনে। তুমি চাইলে-
আমি সবই করতে পারি, নিশ্চিত নিমিষেই।


আমার এ দুঃসাহসিকতার জন্য ক্ষমাপ্রার্থী।