ও বৃষ্টি তুই থামলি কেন, কাঁদছিলি তুই কাঁদ,
ঘর ভেঙেছিস দোর ভেঙেছিস, ভেঙেছিস সব বাঁধ।


ঝরঝরিয়ে ঝরছিলিস তুই আরাম-বিরাম ছাড়া,
কত জনার ঘর নিয়েছিস, খুশিতে পাগলপারা?
কত জনার ফসল নিলি- অন্ন কতক জনার,
বানের জলে ভাসালি যে কত, কে আছে তা গোনার?
আধেক পুরী ভাসালি মোর থাকবো রে আজ কোথা,
অথৈ জলে ভাসালি সব, আজ তট নাইকো হেথা।
গরু নিলি বাছুর নিলি, কষ্টে গড়া স্বপ্ন নিলি,
চৈত্রেরও ঐ প্রখর তাপে, সর্বনাশী কোথায় ছিলি?
ডাকছিস কেন পাগল হয়ে, গুড়ুম-গাড়ুম ধমক দিয়ে?
তোর সর্বগ্রাসী রূপ যে আজই দুঃখ কষ্ট যায় বিলিয়ে।


ও বৃষ্টি তুই থামলি কেন, কাঁদছিলি তুই কাঁদ,
মন ভেঙেছিস প্রাণ নিয়েছিস, ভেঙেছিস সব সাধ।