ঠাণ্ডা হাওয়া শীত বাড়ালো
মরছি শীতে কেঁপে,
বায়ু কোণের বায়ুর পিঠে
এলো গো শীত চেপে।


মানুষ কাঁপে পশু কাঁপে
এই না শীতের তোড়ে,
শীত যেন আজ ফন্দি আঁটে
আসবে জোড়েসোরে।


সূ্য্যি মামা ঘুমায় গায়ে
কুয়াশার চাদরে,
শীত সকালে ঘুম ভাঙ্গেনা
ডাকছি যে আদরে।


শীতের বুড়ি শীতের হাওয়া
আসলো দেশে নিয়ে,
ঠক ঠকা ঠক কাঁপছি শুধু
কাঁথা মুড়ি দিয়ে।


শীতের বুড়ি শীতের তোড়ে
একটু লাগাম দাও,
যা চাও দিবো তোমায় আমি
কথা দিলেম যাও।