স্বপ্ন বেচি স্বপ্ন বেচি বিশ কোটির এ বাজারে,
পেটটি ভরে ভাত যে খাবি,
আর না তোরা উপোষ র'বি!
বিনে পয়সায় দিবোরে চাল,
হবে নাতো তোদের বেহাল।
ভোটটি শুধু আমায় দিবি,
পকেট ভরে পয়সা নিবি।
স্বপ্ন ভেঙে তাকাস যদি লাথি খাবি সজোরে।
স্বপ্ন বেচি স্বপ্ন বেচি তোদের নিকট আজও রে।।


স্বপ্ন বেচি স্বপ্ন বেচি বোকা বাঙাল মাঝে রে,
দু'হাত ভরে মাল কামাবি,
আমার সাথে চল রে যাবি।
ঘরে ঘরে চাকরি হবে,
আঁকড়ে আমায় থাকিস সবে।
চাকরিটা তোর হবেই হবে,
কেন এতো ভাবিস তবে?
স্বপ্ন ভাঙলে মরবি রে তুই আসবে সে কোন কাজেরে।
স্বপ্ন বেচি তোদের মাঝে সকাল দুপুর সাঁঝেরে।।


স্বপ্ন বেচি স্বপ্ন বেচি, তোরা চাষা-মজুর ক্রেতারে,
পাবি বাড়ি সাথে খামার,
একজনও না রইবি চামার।
দেখিস তোরা সবই পাবি,
নিত্য সুখের মেল বসাবি।
ভুখা তো আর মরবি নারে,
স্বপ্ন কিনিস থরে থরে।
স্বপ্ন ভাঙলে নিঃস্ব হবি- কইবি দুখ্ কোন্ নেতারে?
স্বপ্ন বেচে তোদের তরে তবেই মোর আজ জেতারে।।


স্বপ্ন বেচি স্বপ্ন বেচি, মোরা সব দলেরই লিডারে,
যুগে যুগে স্বপ্ন লয়ে,
তোদের তরে বেড়াই বয়ে,
থাকিস মোদের আপন হয়ে।
স্বপ্ন সাজাই থরে থরে,
শুধু তোদের ভোটের তরে,
রাখবো তোদের আপন করে।
স্বপ্ন ভাঙলে দেখবি পাশে নেই তো কোনো লিডারে,
দুধের নামে খাওয়াই রে মাড় ভাঙা একখান ফিডারে।।