যদি কভু ভুল পথে পা বাড়াই
আড়ি দিস নাকো অভিমান করে
ভুল পথে যাসনেকো ফেলে!
ডেকে নিস, রেখে দিস সাথে
এঁকে দিস ঠিকঠাক পথ
হেরে যাব তুই ছেড়ে গেলে!

যদি কভু ভুল স্বরে ডাকি
কন্ঠের নম্রতা দম্ভে হারায়
ভুল কেউ ফুল আনে, ভুল কোন গানে।
ছুঁড়ে দিস ওই ফুল, টিপে দিস গলা
তবুও থাকিস পাশে, বলে দিস
'ভুল এইসব গান', আর ঠিকঠাক মানে!

যদি কভু অনিয়ম নীড়ে ফেরা হয়
লাল চোখ, টাল দেহ, ঝাল ঝাঁড়ি
ক্লান্ত আমার মন, ব্যাথাটা বুঝিস প্রিয়!
নষ্ট সে অতীতের অভ্যাসে, বুক ভাসে
অচেতন উল্লাসে, যদি কভু মুখ হাসে
ভুলিয়ে রাখিস তাতে, হাসিটা রাখিস প্রিয়!

যদি স্বার্থের লোভে, সত্য হারিয়ে বসি
হয়ে উঠি একরোখা, একচোখা
যদি পথ ভুলে, মত ভুলে আঁধারে দাঁড়াই
আলো দিস ভাল সেই চোখে।
কানা করে দিস নয়ত দুটোই,
খুলে দিস হৃদ-চোখ, বাহ্যিক দৃষ্টি ছাড়াই!

যদি সব নিশ্বাস গননার শেষ হয়!
চোখের পলক পড়ে, যদি চিরতরে
হৃৎস্পন্দন থামে, মৃত্যূর ঘুম পায় কভু!
পৃথিবীটা কিঞ্চিৎ সাফ হবে।
মাফ করে দিস মোর উৎপাত
পদতলে ডেকে নিস, ঠাঁই দিস প্রভু!