বটতলা-কার্জনে নির্জনে মুখ গুঁজে
ভুলভাল বুঝে উঠা যেই প্রেম,
সে প্রেম তোমাকে দিব না প্রিয়া।
সে প্রেম নিষিদ্ধ ডোবায় যাক,
মোমবাতি কেন্দ্রিক টেবিলের প্রেমাসরে
কাব্যিক শান্তিচুক্তি করলে এসো।


‘পবিত্র ভালবাসা’ ব্যানারের আড়ালে
বেপরোয়া কামনার এজেন্ডা যেই প্রেম,
সে প্রেম তোমাকে দিব না প্রিয়া।
সেটা পতিতালয়ে পার্সেল হোক!
পুব দিকে জানালার কার্নিশে ফোঁটা
বেলীর সৌরভ শুঁকে সর্দি লাগালে এসো।


তাওবার জায়নামাজে
যে প্রেমের আকুলতা উবে যায়
সে প্রেম তোমাকে দিব না প্রিয়া।
সেটা দিব কোরবানি।
প্রেম চাও তো স্রষ্টার সম্মতি-সাক্ষরে
দুইহাত রাঙ্গিয়ে এসো।


পাঁচতারা রেস্তোরাঁর লিফট বেয়ে
ফ্রন্ট ক্যামেরার বিলাসিতা যেই প্রেম,
তোমাকে দেবার সাধ্যি নেই প্রিয়া।
দস্তরখানে স্রেফ চারটে খেজুর, ছোলা-মুড়ি
পানীয় বলতে দু'জোড়া জিকির-সিক্ত ঠোঁট,
এটুকুই সই হলে, প্রনয়ের ইফতারে এসো।