ইচ্ছে করে বাবুই পাখি হয়ে
দণ্ডিত তাল গাছের পাতায়
স্বপ্নের বাসা বুনতে
জোনাকির সাথে সারা রাত
চোর পুলিশ খেলতে
আধো রাতে জানালায় চোখ রেখে
পাতার ফাঁকে ফাঁকে দেখি
শিশিরে ভেজা ওড়নাটা বুকে
জানিনা কোন রমনী চলেছে হেঁটে
ধানের ক্ষেত ধরে বাবলার তীরে
খোঁপায় তার জুঁই চামেলি রজনীগন্ধা
চাঁদেও লেগেছে মন্দা
খুলে পরিধান করিল স্নান
দেখে তার রুপ
কৃষ্ণ রাধাকে করিল বিদ্রুপ......
ওগো বন্ধুয়া আর হয়োনা বেহায়া
মালতী রাতে এই ভরা যৌবনে
বলবে সবাই কে তুমি ?
সে যে বসন্তের কোনো ফাগুনী হাওয়া
বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে রেখেছে মায়া
তার পরশ পেয়ে জীবন হয়েছে ধন্য
ও আমার সোনার বাংলা তুমি যে অনন্য।