ওরে অবোধ ওরে বোকা
          মুখোশ খুলে একবার তাকা
হিংসুটে শরীর টার দিকে
     নামী দামী মেকাপের আড়ালে
চল্লিশটা বসন্ত যে হারালে
      তবু পূর্ণ হলোনা তোর কামনা
দেখ চেয়ে দেখ
             ভগবান এসে রয়েছে বসে
জীবনের দুয়ারের পাশে
                       কোনো এক ভোরে
অজানা হাওয়ার আঁচড়ে
                নিভে যাবে তোর বাতি
পড়ে রবে সব মেকাপের বাটি
                            ছেড়ে চলে যাবে
জনম জনমের সাথী
              একবারও ফিরে দেখবে না
তোর কবরে দেবেনা ধূপ কাঠি
             মানুষকে ভালোবাসো ভাই
এর থেকে বড়ো পূণ্য কিছু নাই
                 ওরে অবোধ ওরে বোকা
ভাবিসনে পরকালে সবাই একা।