সোনার যৌবন ফুরাইয়া গেল
আমার নিঠুর প্রাণ বন্ধুরে
বিদেশেতে থাইকা
মুখ খানা তোর পড়লে মনে
ডানা মেলে মনপাখি
এদিক ওদিক দেইখা
না পেয়ে ভরে যায় মোর আঁখি
তোমার বাড়ি আমার মনের
দূর বেশি নয়
তবু কেন তোর সাথে
মিলন নাহি হয়।