কথা রাখতে পারলাম না
সব স্বপ্ন ভেঙে গেল বন্ধু,
পাখির পালকের মতো
খসে পড়লাম যৌবনের
জলন্ত অগ্নিশিখার মাঝে
তবুও ভুল ভাঙলো না।


কেউ জ্বলে মরে
কেউ মরে জ্বলে
নিঠুর প্রেম কেঁদে মরে
তাই বলি সব সমস্যার
সমাধান আগুন,মাটি
অন্যের জন্য নিজেকে
কখনো দিয়ো না ফাঁকি।


ষোলো কলা পূর্ণ হলে
সেদিন খুলবে আঁখি
সাধের সোনার খাঁচায়
ধড়ফর করবে প্রাণ পাখি
দেখবে তখন  এ হাতও খালি
ও হাতও  খালি - - - - - -!