পৃথিবী কারো একার না
ভালোবাসা কারো গোলাম না
কবজির জোরে মুঠোর মধ্যে
ধরে রাখা যায় না সূর্যের আলো
আজ না হোক কাল
পাহাড়ের বুক চিরে  আঁধার রাতে
ফুটে উঠবেই জলন্ত আগ্নেয়গিরি
আর রক্তের মতো বয়ে যাবে লাভা।
সভ্যতা তো নিজের গতিতেই চলবে
তুমি চাও বা না চাও
তবে কেন এ জাতপাতের ভেদ
ভুলে যেয়োনা বন্ধু
"সকলে আমরা সকলের তরে
প্রত্যেকে আমরা পরের তরে"
সময় হলে হিন্দু মুসলমান
সকলেই মরে।