সব জেনেও কিছু রয়ে গেল বাকি
না চাইতেই ভরে গেল আঁখি
মনের অন্তরালে লুকিয়ে থাকা মনপাখি
জানিনা বসন্তের কোনো এক ভোরে
পথ হারালো সে চিরতরে
দিক দিগন্ত পেরিয়ে সীমানা ছাড়িয়ে
যাযাবর হলো আপন মনের আবেশে
পাওয়ার তো কিছুই ছিলনা বাকি
এক রহস্যের জন্য নিজেকে দিল ফাঁকি।


পাখি নাইবা  এলো ফিরে
শুধু একটি ঝলকের তরে
আমি রইব বসে নিরন্তর
অপেক্ষায় এই সরোবরে
যখন আবার পথ ভুলে গোপনে
অন্তরীপ পেরিয়ে আসবে এখানে
দেখবে শুকনো সরোবর ভরেছে জলে
তবু ফোটেনি একটিও নীল পদ্ম
ভরে গেছে শেওলা কচুরিপানা।