ভোলা গেল না গো
তোমাকে কিছুতেই
চারুলতা হয়ে আছো
মোর জীবনে
তুমি কাছে নেই
তবু কেন তোমাকেই
বারবার মনে পড়ে যায়
সেদিনও ছিলাম বড়ো একা
আজও আছি অসহায়
না ফুটতেই ঝড়ে যেতে হলো
এই ভরা বসন্তে
প্রেমের বীজ বুনতে গিয়ে
জন্মালো বট বৃক্ষ
অস্থি মজ্জায় ফাটল ধরে
সমাজ হলো রুষ্ট
পিরিত রোগে আক্রান্ত
আজ গোটা পৃথিবী
প্রেমে পড়ে
অ-কবি ও হয়েছে কবি।