কিছু স্মৃতি সময়ের সাথে মুছে যায়
আর কিছু কথা জীবনের পথে
অজানা কাঁটা হয়ে শুধু রক্ত ঝরায়
পূর্ণিমার ন্যাংটা চাঁদটা লজ্জায় লুকিয়ে
পড়েছে কালো মেঘটার আড়ালে
তাজা রক্তের গন্ধে ফুটেছে রক্তজবা
প্রতিটি নিঃশ্বাস দেয় ভুলের আশ্বাস
মন বুদ্ধিকে করছে অবিশ্বাস
সব থেকেও যেন আমি জ্যান্ত লাশ।
বারবার পথ হারায় এক নতুন পথে
বিমূর্ত পথিক স্বপ্ন দেখে,সে নাকি
পথ চলছে চড়ে সোনার রথে।
ভোরের বিশুদ্ধ হাওয়াই মিশে গেছে
এক বিষাক্ত নারীর প্রশ্বাস
তাই কিশলয় হয়েও ঝরে যেতে হলো
এই বৃষ্টি ভেজা ওড়নার তলে
মনে এত ফুল ফোটালাম তবু বসন্ত এলোনা
বারো বছর কাটলো এখনো
তোমার মনে প্রেম জাগলো না!