আজ হয়তো আমি চলে যাচ্ছি
কিন্তু একদিন আবার ফিরে আসবো
বৃষ্টিভেজা এই খোলা আকাশের নিচে
এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে
অশ্রু হয়ে ঝরে পড়বো তোমার বুকে
সেদিন হয়তো থাকবে না তোমার
সেই রুপ আর ছড়াবে না কোনো গন্ধ
শেষ হবে শরীরের সব ভালো মন্দ
এ হাত সেদিনও অপেক্ষায় রইবে
তোমার হাতে হাত রেখে
একসাথে পথ চলার জন্য
সভ্যতা আমায় যা বলে বলুক
কালের নিয়ম যেভাবে চলে চলুক
শুধু তোমার মনের প্রাঙ্গণের
কচি ঘাসের মাথার উপর
এক বিন্দু শিশির হতে চাই।