বছর তিনেক আগে
ওদের বাড়ির ছাদে
হয়েছিল দেখা,
বড্ড ভালো লেগেছিল ওকে,
কালো মেঘের মতো
খোপা ভরা চুল
তার উপরে বাঁধা ছিল
একটি লাল ফুল।
আমায় দেখে ঠোঁট দুখানি
করলো একটু বাঁকা
তার উপরে দেখি
কি সব যেন আঁকা।


দুজনেরই মন
ছুঁয়ে ছিল মনে
তবু বলবার কিছু
ছিলোনা এ মুখে,
ওর বাবা চাইতো
জামাই রুপে শিক্ষক কে।
ঘর না বাঁধতেই
সব উড়ে গেল বৈশাখী ঝড়ে
শুন্য খাঁচা খানা রইল পড়ে।


প্লাবিত দুচোখ নিয়ে
ফিরলাম একা ঘরে
বারবার শুধু যেন
ওর মুখটা মনে পড়ে।
বছর তিনেক পরে
আমাদের পুকুরের ধারে
বসে ছিলাম আমি একা
হঠাৎ শুনলাম কার কথা
সম্বন্ধ এসেছে নাকি ঘরে
যাকে আমি চাইতাম তারই তরে!